
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি।
আজ বুধবার (৫ নভেম্বর) গাজীপুরের টঙ্গীতে এটলাসের কারখানা প্রাঙ্গণে এ স্কুটার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, 'তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের সাশ্রয়ী ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এই ইলেকট্রিক স্কুটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
তিনি আরও বলেন, ‘ইভি স্কুটার ব্যবহারে জ্বালানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করবে।’
আদিলুর রহমান খান জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ‘নতুন বাংলাদেশ’র লক্ষ্য হলো পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পায়ন। দেশীয় শিল্পের বিকাশে সরকারের নীতি–সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, বিশ্ব ইলেকট্রিক ভেহিকেল প্রযুক্তিকে গ্রহণ করছে। বাংলাদেশেও ইভি নীতি চূড়ান্ত হওয়ার পথে। ‘এটলাসের মাধ্যমে আমরা ইভি খাতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলাম। ভবিষ্যতে ইলেকট্রিক গাড়িও বাজারে আনার পরিকল্পনা আছে,’ বলেন তিনি।
উল্লেখ্য, এটলাস ইভি ব্র্যান্ডের চারটি মডেলের স্কুটার হলো এস–১০০, এস–৯০, এস–৮০ ও এস–৭০। চীনের জনপ্রিয় ইভি নির্মাতা প্রতিষ্ঠান লুইয়ুয়ান-এর সঙ্গে প্রযুক্তিগত অংশীদারত্বে এ স্কুটারগুলো সংযোজন করেছে এটলাস। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের আবহাওয়া ও রাস্তা বিবেচনায় বিশেষভাবে স্কুটারগুলো ডিজাইন করা হয়েছে।





