প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবিতে ঢাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বিষয়:

ঢাবির অপরাজেয় বাংলায় সংগীত বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক বিষয়ক সহকারী শিক্ষক পদ পুনর্বহাল দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘গত রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গেজেট আদেশে প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্ট চারটি পদ বাতিল ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিশুদের শারীরিক সচেতনতা, অঙ্গপ্রত্যঙ্গের গঠন ও কার্যপ্রণালি সম্পর্কে জ্ঞান এবং মানসিক ও শারীরিক বিকাশে শারীরিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে সংগীত শিশুর বিকাশের সকল ক্ষেত্র এবং দক্ষতাকে আলোড়িত করে। বিশেষ করে ভাষা দক্ষতা এবং পড়ার দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখে। তাই আমরা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা পদের পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, এর আগে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

এই দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’-এ কিছু শব্দগত সংশোধনসহ নতুনভাবে গেজেট প্রকাশ করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, শিক্ষক পদ এখন দুটি ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। তিনি জানান, রবিবার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিষয়:

বিজ্ঞাপন