গণপূর্তের ৭ নির্বাহীর প্রকৌশলীর দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক

বিষয়:

গণপূর্ত অধিদপ্তর

গণপূর্ত অধিদপ্তরের সাতজন নির্বাহী প্রকৌশলীর দপ্তর বদল করা হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১১ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্থানীয় ব্যবস্থায় বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে তাঁদের “তাৎক্ষণিকভাবে অবমুক্ত” হিসেবে গণ্য করা হবে।

বদলিকৃত নির্বাহী প্রকৌশলীরা হলেন— সৈয়দ ইসকান্দার আলী, জুবায়ের বিন হায়দার, নাজমুল আলম রববানী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ তরিকুল আলম এবং রুবাইয়াত ইসলাম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

বিষয়:

বিজ্ঞাপন