ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১০১ জন

  • চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৯২৩ জন। তাদের মধ্যে ২৯২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহিত এ রোগ।
  • অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ হাজার ৫২০ জন যা এই চলতি বছরের দশ মাসের মধ্যে সর্বোচ্চ।

নিজস্ব প্রতিবেদক

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন।

সব মিলিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে ২৯২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহিত এ রোগ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। এছাড়া উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ২৪১ জন ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৫১, খুলনা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫, রাজশাহী বিভাগে ৪৫, ময়মনসিংহে ৭৫, রংপুরে ১৯ এবং সিলেটের ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

এইডিস মশাবাহিত এ রোগে অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ হাজার ৫২০ জন, যা দশ মাসের মধ্যে সর্বোচ্চ। এ মাসে ৮০ জন মারা যান, যা এ বছর একক মাসের সর্বোচ্চ মৃত্যু।

তার আগে সেপ্টেম্বরে ৭৬ জনের প্রাণ কেড়ে নেয় ডেঙ্গু। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

বিজ্ঞাপন