পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, কঠিন চীবর দান উৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের বার্তা বহন করে। তিনি বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান মর্যাদা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে পালনে সহযোগিতা করছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের ভিত্তি। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি।
উপদেষ্টা বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
উৎসবকে জাতীয় পর্যায়ে অর্থবহ উদ্যোগ উল্লেখ করে সুপ্রদীপ চাকমা বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সহযোগিতায় এই আয়োজন বৌদ্ধ ঐতিহ্যকে নতুন মর্যাদা দেবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। দিনব্যাপী ধর্মীয় আচার পালন ও ধর্মদেশনার মাধ্যমে উৎসব উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, উপ সংঘ–নায়ক রতনশ্রী মহাথের, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস–চেয়ারম্যান ভবেশ চাকমা প্রমুখ।





