ভালো কাজ ছাড়া লাইফে কিছু নেই: তিশা

সিটিজেন জার্নাল ডেস্ক­

বিষয়:

অভিনেত্রী তানজিন তিশা

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে শোবিজে যাত্রা শুরু করে দ্রুতই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে এই তারকা জানান, নিজেকে শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না।

তানজিন তিশার কথায়, আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, সেটাও করব।

মাঝে অনেকদিন কাজ থেকে দূরে ছিলেন আলোচিত এই অভিনেত্রী। এর কারণ জানিয়েছেন তিশা নিজেই। তিনি বলেন, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন ছিল। তাই অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা।

নতুন কাজের ব্যাপারে তানজিন তিশা বলেন, একটা ভালো কাজ ও বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।

ভালো কাজের সঙ্গেই থাকতে চান জানিয়ে তিনি আরও বলেন, ভালো কাজ দিয়েই এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গিয়েছিল তবে তা গেল মাসেই বাস্তবে রূপ নেয়। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান ও তানজিন তিশা। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

বিষয়:

বিজ্ঞাপন