'তোমাকে মিস করছি, ক্যাটরিনা'—নস্টালজিয়ায় অক্ষয় কুমার

'ওয়েলকাম’ গানের রিমেক আসছে দিশাকে দিশা পাটানিকে সঙ্গে নিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিষয়:

বলিউডের জনপ্রিয় অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় পর্দাজুটির কথা উঠলেই অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের নাম আসে সবার আগে। রোমান্স, কমেডি আর দুর্দান্ত অনস্ক্রিন কেমিস্ট্রিতে একসময় দর্শকের মন জয় করেছিলেন তাঁরা। সিনেমার বাইরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনাও কম ছিল না। যদিও বাস্তবে দুজনই কেবল ঘনিষ্ঠ বন্ধু।

‘ওয়েলকাম’ ছবির আইকনিক গান ‘এক উঁচা লম্বা কদ’ আজও দর্শকের পছন্দের তালিকায়। সেই জনপ্রিয় গান এখন ফিরছে নতুন ঢঙে। আগামী ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল–এ গানটির রিমেক করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। কারণ নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অক্ষয় কুমার, যেখানে তাঁর সঙ্গে দেখা গেছে দিশা পাটানিকে। রেড–হট লুকে দিশা, আর কাউবয় সাজে অক্ষয়—পেছনে বাজছে পরিচিত সেই সুর। ভিডিওর শেষে অক্ষয় বলেন, “আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।”

ক্যাপশনে অভিনেতার আবেগঘন বার্তা, “আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী দারুণ থ্রোব্যাক—১৮ বছর পরও সবার ফেভারিট। কত নস্টালজিয়া! দিশা আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলব না।”

অক্ষয়ের এই ভিডিও প্রকাশের পরই ভক্তদের মনে উচ্ছ্বাস—আবার কি জুটিবদ্ধ হবেন অক্ষয়–ক্যাটরিনা? যদিও আপাতত পর্দায় অক্ষয়ের সঙ্গে দেখা মিলছে তরুণ প্রজন্মের তারকা দিশার, কিন্তু স্মৃতির পাতায় রয়ে গেছে অক্ষয়–ক্যাটরিনার কিংবদন্তি জুটি।

বিষয়:

বিজ্ঞাপন