নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি, আবেগে মা মীরা নায়ার

নিজস্ব প্রতিবেদক

বিষয়:

ভারতীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার ও ছেলে জোহরান মামদানি

নিউইয়র্কের রাজনীতিতে নতুন ইতিহাস লিখলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ নেতা জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতিক নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর বয়স মাত্র ৩৪ বছর।

জোহরানের এই সাফল্য শুধু মার্কিন রাজনীতিই নয়, বিশ্বজুড়েই আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত পরিচয়ে তিনি ইতোমধ্যেই পরিচিত—আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়–মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে তিনি। ছেলের অর্জনে স্বভাবতই আবেগে ভেসেছেন এই চলচ্চিত্রকার।

ছেলের সাফল্যে মা মিরা নায়ার তার ব্যক্তিগত সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট এ লিখেছেন, 'জোহরান ইউ বিউটি'
ছেলের সাফল্যে মা মিরা নায়ার তার ব্যক্তিগত সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট এ লিখেছেন, 'জোহরান ইউ বিউটি'

জোহরান নির্বাচিত হওয়ার খবর প্রকাশের পরপরই তাঁকে অভিনন্দন জানান বলিউড পরিচালক জোয়া আখতার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেন, “শুভেচ্ছা, জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন—মাত্র চৌত্রিশ বছর বয়সে!”

জোয়ার সেই পোস্টই নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন মীরা নায়ার। ছেলের প্রতি ভালোবাসা ভরা বার্তায় তিনি লিখেন, “জোহরান, তুমি সত্যিই সুন্দর।”

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জোহরানের এই বিজয় ডেমোক্র্যাটিক রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিল। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ নেতা ইতোমধ্যেই অভিবাসী ও তরুণ ভোটারদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

বিষয়:

বিজ্ঞাপন