টাইফুন কালমায়েগির তাণ্ডব: ফিলিপিন্সে প্রাণহানি অন্তত ৬৬, বাস্তুচ্যুত লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

বিষয়:

শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপিন্স। ছবি: রয়টার্স

চলতি বছরের অন্যতম শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’ মধ্য ফিলিপিন্সে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জনবহুল দ্বীপ সেবুতে, যেখানে একাই প্রাণ গেছে ৪৯ জনের। নিখোঁজ রয়েছেন আরও ২৬ জন।

টাইফুনের আঘাতে বন্যায় ডুবে গেছে বিশাল এলাকা। বহু ঘরবাড়ি ভেসে গেছে, রাস্তায় কাদা ও ধ্বংসস্তূপ জমে আছে। পাহাড় থেকে নেমে আসা মাটি–পানির স্রোতে বহু এলাকায় ঘরবাড়ি ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লোকজন ছাদে আশ্রয় নিয়েছেন, গাড়ি ও কনটেইনার ভেসে যাচ্ছে পানির স্রোতে।

সরকারি হিসাবের বাইরে রয়েছে একটি সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানি। ত্রাণ মিশনে থাকা চারটি উড়োজাহাজের একটি মঙ্গলবার মিন্দানাও অঞ্চলের আগুসান দেল সুর এলাকায় বিধ্বস্ত হয়। নিহত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের পাইলট ও ক্রু বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়ভাবে ‘টিনো’ নামে পরিচিত ঝড়টি মঙ্গলবার সকালে স্থলভাগে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়। তবু এখনও ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, এটি ভিসায়েস অঞ্চল পেরিয়ে বুধবারের মধ্যে দক্ষিণ চীন সাগরে চলে যাবে।

সেবু প্রদেশের গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, পরিস্থিতি নজিরবিহীন। “আমরা ভেবেছিলাম বাতাসই হবে সবচেয়ে ভয়ংকর, কিন্তু পানি আরও বিপজ্জনক হয়ে উঠেছে,” বলেন তিনি। সেবু সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সিভিল ডিফেন্স বিভাগের তথ্য অনুযায়ী, ঝড়ের আগে প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকা দিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করছেন।

সেবুর বাসিন্দা ২৮ বছর বয়সী ডন ডেল রোসারিও বলেন, “এতো ভয়াবহ পরিস্থিতি আমি কখনও দেখিনি।”

ফিলিপিন্সে প্রতি বছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে। গত এক মাসেই দুটি টাইফুনে ব্যাপক ক্ষতি হয়েছে, নিহত হয়েছেন এক ডজনের বেশি মানুষ। সেপ্টেম্বরের শেষে স্থানীয়ভাবে ‘ন্যান্ডো’ নামে পরিচিত সুপার টাইফুন রাগাসা আঘাত হানে। এরপর আসে টাইফুন বুয়ালয় (স্থানীয় নাম ওপং)।

এর আগে অস্বাভাবিক বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা হয়েছিল। দুর্বল বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও দুর্নীতির অভিযোগে জনরোষ দেখা দেয়। ৩০ সেপ্টেম্বর সেবুসহ মধ্য ফিলিপিন্সে ৬.৯ মাত্রার ভূমিকম্পে আরও কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

টাইফুন কালমায়েগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। দেশটিতে এরই মধ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে।

বিষয়:

বিজ্ঞাপন