
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে ভারত। দেশটির ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রেললাইনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই একটি যাত্রীবাহী ট্রেন চলে আসে। এ সময় যাত্রীবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। এর ফলে মালবাহী ট্রেনের ওপর উঠে যায় যাত্রীবাহী ট্রেনের একাংশ। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইঞ্জিন ও সামনের বগিগুলো একেবারে দুমড়ে-মুচড়ে পড়ে আছে।
ঘটনার পরপরই রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এনডিআরএফের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের মধ্যে অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আর গুরুতর আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় ওভারহেড বিদ্যুৎ লাইন ও সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল বা বিকল্প পথে চালানো হচ্ছে এবং যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সিগন্যাল বিভ্রাট বা ভুলের কারণে ঘটতে পারে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।





