-1290438.png)
নারীর অদম্য সাহস ও সক্ষমতার ওপর ভর করেই জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ।জলবায়ু পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াই আমাদের নিজেদের হাতেই। আর সেই লড়াইয়ে প্রতিদিন ঘরে ও সমাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন নারীরা। দুর্যোগ, দারিদ্র্য কিংবা অনিশ্চয়তার মুখোমুখি হয়েও নারীরা কখনো হার মানেননি।
আজ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, উন্নয়নকে শুধুই বড় বড় অবকাঠামো দিয়ে মাপা যাবে না। নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তায় আরও বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। প্রান্তিক মানুষ নিরাপদ না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের উদ্ভাবনী উদ্যোগ জলবায়ু অভিযোজনে ইতিবাচক ভূমিকা রাখছে। এসব ক্ষুদ্র উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জন্য কাজ করা ১০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতা প্রধান ডিপাক এলমার, জাতিসংঘ নারী সংস্থার বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম।





