বিলুপ্ত সবচেয়ে দীর্ঘ প্রাণী

নিজস্ব প্রতিবেদক

বিষয়:

প্রায় অনেক বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত আর্জেন্টিনোসরাসরা। 
এদের উচ্চতা হতো ৯৮-১১৫ ফুটের মতো, ওজন ৬৫০০-৮০০০ কেজির কাছাকাছি। অনেক জীবাশ্মবিদই মনে করেন, এরাই ছিল পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো সবচেয়ে বৃহদাকৃতির ডায়নোসর। 

অনেকের মতে, আর্জেন্টিনোসরাসরা ছিল সবচেয়ে দীর্ঘ প্রাণী। বর্তমান আর্জেন্টিনার ভূখণ্ডে এদের পাওয়া যেত বলেই এমন নামকরণ। 
প্রথম ছবিতে এক আর্জেন্টিনোসরাসের পায়ের হাড়ের সামনে দাঁড়িয়ে আছেন একজন নারী।

 

 

 

সূত্র : সেস্যাল মিডিয়া

বিষয়:

বিজ্ঞাপন