
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে শেষ পর্যন্ত সেই সফরটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসির শর্ত পূরণে জটিলতার কারণে শেষ পর্যন্ত তারা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়। ফলে বিপিএলের আগে শ্রীলঙ্কা সফরের পরিকল্পনাও বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এলপিএল স্থগিত হওয়ায় কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কাদের মতো ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। খেলোয়াড়দের প্রস্তুতির ঘাটতি কাটাতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছিল শ্রীলঙ্কা। তবে শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ পর্যন্ত সিরিজটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের একটু বিশ্রাম দিতেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। সিরিজটি নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।’
ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ায় বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে টাইগারদের।





